০৫ অক্টোবর ২০২৫, ০৬:৩৪ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৬:৩৪ পিএম শান্তির শহর হিসেবে পরিচিত খুলনা এখন যেন একের পর এক লোমহর্ষক ঘটনায় অশান্তির শহরে রূপ নিচ্ছে। সর্বশেষ চাঞ্চল্যকর ঘটনা ছিল, ছেলের হাতে পিতার নির্মম হত্যাকাণ্ড। এ ঘটনায় মাত্র দুইদিনের মধ্যেই মূল আসামি লিমন খান ও তার স্ত্রী চাঁদনীকে গ্রেপ্তার করেছে খুলনা মহানগর পুলিশের সোনাডাঙ্গা থানা।রোববার (৫ অক্টোবর) এক মিডিয়া ব্রিফিংয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায় এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে খুলনা নগরীর বসুপাড়া বাঁশতলা এলাকায় লিটন খান নামের এক ব্যক্তিকে তার নিজের ছেলে ও পুত্রবধূ হত্যা করে। ঘটনার পরপরই তারা স্থান ত্যাগ করে পালিয়ে যায়। তবে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই তাদের...