০৫ অক্টোবর ২০২৫, ০৬:৪৩ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৬:৪৩ পিএম মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন, সরকারি মাধ্যমিক শিক্ষকদের ৫ দফা দাবিবাস্তবায়ন" এবং বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষাঅধিদপ্তর ও এন্ট্রিপদ ৯ম গ্রেড বাস্তবায়ন বিষয়ে শেরপুরে অংশীজনদের নিয়েএক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) বিকেলে শেরপুর সরকারী ভিক্টোরিয়া একাডেমি মিলনায়তনে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রিপদ ৯ম গ্রেড বাস্তবায়ন পরিষদ ও সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি এ মতবিনিময় সভার আয়োজন করে। শেরপুর জেলা শিক্ষা অফিসার মোঃ রেজুয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, শেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানী সুরাইয়া মিলোন, শ্রীবরদী এমএনপিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, শেরপুর জেলা সহকারী শিক্ষা অফিসার আবুল কালাম আজাদসহ আরো অনেকে। এ সময় বক্তারা বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষকদের...