ঢাকা :সোনাক্ষী সিনহাকে যখন বিয়ে করেন অভিনেতা জাহির ইকবাল, সেই সময় সোশাল মিডিয়ায় হইচই পড়ে গিয়েছিল। হিন্দু ঘরের মেয়ে হয়ে কেন মুসলিম ছেলেকে বিয়ে করলেন সোনাক্ষী, তা নিয়েও নীতি পুলিশরা চর্চা শুরু করেছিল।কিন্তু ও সব মন্তব্যকে একেবারেই পাত্তা দেননি সোনাক্ষী বা জাহির। বরং গোপনে গোপনে প্রেম করে, জমজমাটভাবে বিয়েটা সেরে ফেলেছিলেন।সোনাক্ষী ও জাহিরের বিয়ের দু বছর কেটেছে। আর দু বছর কাটতেই জাহির ফাঁস করলেন গোপন তথ্য। যা এখনও মনে করলে, আফসোস করেন জাহির।কী ঘটেছিল জাহির ও সোনাক্ষীর মধ্যে?বহু বছর প্রেম করার পর ২০২৪ সালের ২৩ জুন সাত পাকে বাঁধা পড়েন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। ইতিমধ্যেই প্রায় দুবার বিদেশে গিয়ে হানিমুনও সেরে ফেলেছেন সোনাক্ষী সিনহা ও জাহির। সুখের সংসারও চলছে।কিন্তু তাঁর মাঝেও জাহিরের আফসোসের শেষ নেই। যখনই সোনাক্ষীর সঙ্গে প্রথম...