সম্প্রতি, ক্লেইম পোস্টের ক্যাপশন তো এটা না ‘এই সেই ড. মির্জা গালিব, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে ৯৮% নম্বর নিয়ে গ্রাজুয়েশন শেষ করেছিলেন। তবুও ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁকে শিক্ষক হিসেবে নিয়োগ দেয়নি। তখন তিনি আক্ষেপ করে বলেছিলেন— “ঢাকা বিশ্ববিদ্যালয় আমাকে শিক্ষক হিসেবে নেয়নি, এটা তাদের ব্যর্থতা। আমি ঢাবির চাইতেও বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবো।” আজ ড. মির্জা গালিব যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন।’ শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. মির্জা গালিব হার্ভার্ডে সহযোগী অধ্যাপক পদে নিয়োগ পাননি বরং, তিনি ২০২২ সালে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক পদে নিয়োগ পেয়েছেন। ২০২২ সালেও একই দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছিল।...