জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান। সবসময় তিনি নিজেকে ভক্তদের মাঝে ভিন্নভাবে উপস্থাপন করে থাকেন। বিভিন্ন সময় খোলামেলা পোষাকে হাজির হন। তার একটি চমৎকার দিক হলো, যেকোনো লুকে তিনি নজর কাড়েন। অভিনয়ের পাশাপাশি ফটোশুটেও অংশ নিতে দেখা যায় এ অভিনেত্রীকে। এবার ‘সূর্য দেবী’ রূপে ধরা দিয়ে নেটিজেনদের মাঝে বেশ কটাক্ষের শিকার হয়েছেন। এ ঘটনায় রুনা খানকে নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। এর মাঝেই হঠাৎ তিনি গুগল ট্রেন্ডিং-এ চলে এসেছেন। যেখানে দেখা যায়, হাজার হাজার পাঠক তাকে নিয়ে গুগলে সার্চ দিয়েছে। মূলত গত ১২ সেপ্টেম্বর সোনারগাঁর শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘরে অনুষ্ঠিত হয় ফ্যাশন শো ‘সোনায় বোনা গল্প’। বড় সরদারবাড়ির খিলানের সামনের জায়গাটি হয়ে ওঠে ফ্যাশন র্যাম্প। এতে অংশ নেন রুনা। মাতৃত্বের পর দ্রুত ওজন কমেছে আলিয়ার, জানালেন চমকে যাওয়ার মতো...