ইউক্রেনে আজ রবিবার ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত পাঁচজন নিহত এবং কয়েক হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভকে কেন্দ্র করে লাপাইভকা গ্রামে রাশিয়ার হামলায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন, নিহতদের মধ্যে ১৫ বছর বয়সী এক কিশোরী রয়েছে। হামলায় দুই প্রতিবেশীও আহত হয়েছেন।আরো পড়ুন:কিয়েভে আবারো ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া: মেয়ররাশিয়ার দখলে থাকা সব অঞ্চল ফিরে পেতে পারে ইউক্রেন: ট্রাম্প রাশিয়ার দখলে থাকা সব অঞ্চল ফিরে পেতে পারে ইউক্রেন: ট্রাম্প রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউক্রেনীয় সামরিক ও অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে সফলভাবে একটি ‘ব্যাপক’ হামলা চালিয়েছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, রাশিয়া ইউক্রেনের জনগণের বিরুদ্ধে আরো এক দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যার...