পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা এলাকায় মহানন্দা নদীর ভারতীয় পাড়ে একযোগে ৯টি স্লুইস গেট খুলে দেওয়ায় বাংলাদেশের অভ্যন্তরে মহানন্দা নদীর পানির চাপ বেড়ে গেছে। ফলে নদীর পাড়রক্ষা বাঁধ ভেঙে গেছে।এতে স্থানীয় মানুষদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। রোববার (৫ অক্টোবর) দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে নিজস্ব ভেরিফাইড ফেসবুক আইডিতে লাইভে যুক্ত হয়ে এই সমস্যার দিক তুলে ধরেন। তিনি বলেন, ভারতের প্রতিবেশী সুলভ আচরণের অভাবে বাংলাদেশের মানুষের মনে এন্টি-ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরি হচ্ছে। সারজিস আলম আরও জানান, মহানন্দা নদীর ভারতের ওপাড়ে যে স্লুইস গেট রয়েছে, তারা যখন ইচ্ছে খুলে দেয়, যখন ইচ্ছে বন্ধ করে রাখে। এখন একসঙ্গে ৯টি গেট খুলে দিয়েছে। এ ধরনের একতরফাভাবে নিয়ন্ত্রণ বাংলাদেশের নদী পার্শ্ববর্তী মানুষের জন্য মারাত্মক বিপদ ডেকে...