বাংলাদেশসহ বিশ্বের সব দেশে আজ পালিত হচ্ছে শিক্ষক দিবস। দিবসটিতে শিক্ষকদের নিয়ে চলেছে আলোচনা ও স্মৃতিচারণা। একই সঙ্গে উঠে আসছে দেশের শিক্ষকদের নানা বঞ্চনার কথাও। শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের অনুষ্ঠানেও সকাল থেকে চলছিল ‘হা-হুতাশ’ আর ‘সহানুভূতিমূলক বক্তব্য’। বেলা গড়িয়ে দুপুর হতেই ‘দুঃসংবাদ’ পেয়েছেন দেশের সাড়ে পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী। শিক্ষকদের দীর্ঘদিনের আন্দোলনের মুখে বাড়িভাড়া বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল অন্তর্বর্তী সরকার। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া দাবি করলেও সরকার নামমাত্র ৫০০ টাকা বাড়িয়ে পরিপত্র জারি করে। ফলে এখন শিক্ষকদের মাসিক বাড়িভাড়া বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫০০ টাকা, যা খুবই অপ্রতুল। এমপিওভুক্ত শিক্ষকরা বলছেন, নানান নাটকীয়তার পর মহান শিক্ষক দিবসে শিক্ষকদের ৫০০ টাকা বাড়িভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জানানো তামাশা ছাড়া আর কিছুই নয়। সরকার তথা শিক্ষা মন্ত্রণালয় তাদের সঙ্গে প্রতারণা ও...