শাপলা প্রতীক পেতে অনড় অবস্থানে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শাপলা প্রতীক না পেলে রাজপথে নামবে দলটি।এরই মধ্যে রাজপথে নামার প্রস্তুতি নিতে শুরু করেছেন এনসিপির নেতাকর্মীরা। জাতীয় নাগরিক পার্টির সূত্র জানায়, আগামী ৭ অক্টোবরের মধ্যে প্রতীক বাছাই ইস্যুতে নির্বাচন কমিশনের দেওয়া চিঠির জবাব দেবে জাতীয় নাগরিক পার্টি। এরপর রাজপথে কর্মসূচি শুরু করবে দলটি। জাতীয় নাগরিক পার্টি নিবন্ধনের জন্য আবেদনের সময় প্রতীক হিসেবে শাপলা, কলম ও মোবাইল চেয়েছিল। পরবর্তীতে পরিবর্তন করে শাপলা, লাল শাপলা অথবা সাদা শাপলা থেকে যেকোনো একটি প্রতীক চাওয়া হয়। সম্প্রতি নির্বাচন কমিশন জাতীয় নাগরিক পার্টিকে পাঠানো এক চিঠিতে শাপলা, সাদা শাপলা ও লাল শাপলা বাদে বেগুন, থালা, বালতিসহ ৫০টি প্রতীক থেকে দলটিকে নিজেদের মার্কা বাছাই করতে বলে। ৫০টি প্রতীকের মধ্য থেকে একটি প্রতীক পছন্দ করে নির্বাচন কমিশনকে...