ম্যাচ শেষ না করে হ্যারি কেইন মাঠ ছাড়ায় জেগেছিল শঙ্কা, আন্তর্জাতিক বিরতিতে ইংল্যান্ডের হয়ে খেলতে পারবেন তো এই স্ট্রাকাইর? কোনো সংশয় নেই নিজেই জানালেন ইংল্যান্ড অধিনায়ক। বললেন, যথা সময়েই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। বুন্ডেসলিগায় শনিবার আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে বায়ার্ন। জোড়া গোল করেছেন লুইস দিয়াস, অন্য গোলটি করেছেন ছন্দে থাকা কেইন। চলতি আসরে প্রথম ৬ ম্যাচে ১১ গোল করলেন ৩২ বছর বয়সী ইংলিশ স্ট্রাইকার। বুন্ডেসলিগার ইতিহাসে প্রথম ৬ ম্যাচে এতো গোল করতে পারেননি আর কেউ। ম্যাচের শেষটা ভালো হয়নি কেইনের। ৮৫তম মিনিটে দুই জনের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন তিনি। তবে এরপরও প্রতিপক্ষের মাঠে যাওয়া বায়ার্ন সমর্থকদের সামনে লাফাতে দেখা যায় তাকে। সে সময় দেখে মনে হয়েছে তার পায়ে বরফের প্যাক বাঁধা। ম্যাচ শেষে...