গত শুক্রবার সেনাবাহিনীর একটি দল কুমিল্লার দাউদকান্দি ও চান্দিনা উপজেলার সীমান্তবর্তী ইলিয়টগঞ্জ এলাকা থেকে বাসগুলো জব্দ করে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। গতকাল শনিবার সেনাবাহিনী এক প্রেস বিজ্ঞপ্তি’র মাধ্যমে সাংবাদিকদের জানায়, তিসা, পাপিয়া, নিউ একতা, রুপালি সুপার ও লাব্বাইক নামক এই বাসগুলো ইলিয়টগঞ্জ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধভাবে পার্কিং করে দীর্ঘ সময় যানজট সৃষ্টি করে। এতে যাত্রী ও সাধারণ পথচারীরা দৈনিক দুর্ভোগের সম্মুখিন হচ্ছিলেন। দাউদকান্দি সেনা ক্যাম্প থেকে গঠনকৃত অভিযানে বাসগুলো দাঁড়ানোর যৌক্তিক কারণ না দেখাতে পারা, গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং যাত্রার উপযোগী না হওয়ায় এসব বাস জব্দ করার সিদ্ধান্ত নেয়া হয়। পরে গাড়িগুলো ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়। সেনাবাহিনী আরও জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের প্রধান রুট হওয়ায় যানজট মুক্ত রাখা অত্যন্ত জরুরি। অবৈধ পার্কিং রোধে গৌরিপুর...