পড়াশোনা– শব্দটি শুনলেই অনেক শিশু ভয় পেয়ে যায়, কান্নাকাটি করে, পড়তে চায় না। কারণ, পড়াশোনার মাঝে তারা কোনো মজা খুঁজে পায় না। আবার অনেক শিশু আগ্রহ নিয়ে পড়তে চায়। এমনটি কেন হয়? শিশুর এমন আচরণের পেছনে অনেক কারণই থাকতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে শিশুকে পড়ানোর ধরনের কারণে এমনটি হতে পারে। শিশুরা শুধু সেসব কাজেই আগ্রহ পায় যা তাদের মজা লাগে বা ভালো লাগে। তাই পড়ালেখাকে যদি একটি একঘেয়ে কাজ হিসেবে তাদের সামনে উপস্থাপন করা হয়, তখন স্বাভাবিকভাবেই তারা পড়তে চাইবে না। বাচ্চাদের কীভাবে পড়ালেখা করানো উচিত যাতে বাচ্চারা সহজেই পড়ালেখার মাঝে আনন্দ খুঁজে পায় — এ বিষয়ে জাগো নিউজের সঙ্গে কথা বলেন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের প্রভাষক জাকিয়া ইসলাম। তিনি বিগত ২০ বছর ধরে শিশুদের শেখানোর সঙ্গে যুক্ত...