বাংলাদেশে কোনো পণ্য, দ্রব্য বা সেবা উৎপাদন বা আমদানি করে যদি কেউ বিএসটিআই স্ট্যান্ডার্ড অনুযায়ী মানচিহ্ন ব্যবহার করতে চান, তাহলে নির্দিষ্ট কিছু ধাপ অনুসরণ করতে হয়। নিচে সেই প্রক্রিয়াটি সহজভাবে তুলে ধরা হলো— প্রথমে আবেদন ফর্ম পূরণ করতে হবে। ফর্মে উল্লেখ করতে হবে— যেই পণ্য বা সেবার জন্য বিএসটিআই মার্ক চাওয়া হচ্ছে, তার বিস্তারিত (ব্র্যান্ড, টাইপ, সাইজ, মডেল ইত্যাদি) পণ্যের জাতীয় স্ট্যান্ডার্ড ও মোড়কজাতকরণ বিধিমালা ২০২১ অনুযায়ী লেবেল বা প্যাকেট ডিজাইন প্রয়োজনে অন্যান্য নথি (যেমন আমদানির ক্ষেত্রে আমদানির লাইসেন্স বা উৎস দেশের সার্টিফিকেট) আবেদন জমা দেওয়ার পর বিএসটিআই-এর বিশেষজ্ঞ দল সংশ্লিষ্ট কারখানা বা প্রতিষ্ঠান পরিদর্শন করবে।এরপর পণ্যের নমুনা সংগ্রহ করে বিএসটিআই ল্যাবরেটরিতে মান পরীক্ষা করা হবে।পরীক্ষায় নির্ধারিত মানে উত্তীর্ণ হলে আবেদনকারীকে বিএসটিআই লাইসেন্স প্রদান করা হবে।...