কর ফাঁকি প্রতিরোধের মাধ্যমে রাজস্ব আদায় বাড়াতে এনবিআর মাঠ পর্যায়ের কর অঞ্চলগুলোর গোয়েন্দা কার্যক্রম জোরদারের নির্দেশনা দিয়েছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়। জাতীয় রাজস্ব বোর্ডের কর অডিট, ইন্টেলিজেন্স এন্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে জারি করা নির্দেশনায় প্রতিটি কর অঞ্চলে গোয়েন্দা টিম গঠন, কার্যপদ্ধতি তৈরি এবং ফাঁকি দেয়া (সঠিক: ফাঁকি দেওয়া) কর পুনরুদ্ধারে কার্যক্রম গ্রহণের জন্য কমিটির অনুমোদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। বিভিন্ন গোয়েন্দা তথ্য, কর ফাঁকির অভিযোগ, গণমাধ্যমে প্রকাশিত তথ্য, আয়কর নথি ও বিভিন্ন রেজিস্টারে ঘষা-মাজা বা কাটা-ছেঁড়া, করযোগ্য আয় এবং...