রোববার (৫ অক্টোবর) সকাল ৮টায় ভারী বৃষ্টির সঙ্গে এই ঝড় বয়ে যায়। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন লিডার মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ঝড়ে অসংখ্য গাছ পাকা রাস্তার ওপর ভেঙে পড়ায় কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা দুর্গত এলাকায় পৌঁছাতে পারছে না। তারা চেয়ারম্যান ও মেম্বারের সাহায্য চেয়েছেন কাঠুরিয়াদের এগিয়ে আসার জন্য। ঝড়ে গুরুতর আহত পাঁচজন কিশোরগঞ্জ হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি হয়েছেন। বাকি ২৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় অনেক গবাদী পশু...