এভাবে খাল ভরাট করা হলে হাজীগঞ্জ পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে স্থানীয়রা জানান, এ খালের মাধ্যমে আশপাশের রাস্তাঘাট ও বাসাবাড়ির বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতো। কিন্তু অজ্ঞাত কারণে খালের নিচে বালু ফেলে ভরাট করা হচ্ছে। এতে সামান্য বৃষ্টিতেই পানি জমে হাঁটু সমান জলাবদ্ধতা সৃষ্টি হবে বলে মনে করছেন তারা। ৬নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল খালেক বলেন, আমাদের একমাত্র ভরসা ছিল এই খাল। আগে বৃষ্টি হলেই পানি খাল দিয়ে চলে যেত। এখন যদি এটি ভরাট হয়ে যায় তবে ঘরবাড়ি থেকে শুরু করে বাজার পর্যন্ত জলাবদ্ধতার শিকার হবো। স্থানীয় গৃহিণী রওশন আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা প্রতি বছর বর্ষাকালে কষ্ট করি। এখন আবার খাল ভরাট করলে আমাদের দুর্ভোগ আরও বাড়বে। পৌরসভা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন এই ব্যাপারে চুপ করে আছে বুঝতে...