নীলফামারীর ডিমলায় বালাপাড়া বিওপি ক্যাম সীমান্ত এলাকা থেকে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর একটি টহল দল অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে। অভিযানে উদ্ধার করা হয়েছে ৭৫ বোতল ফেন্সিডিল ও ৭৯২ পিস ইয়াবা ট্যাবলেট। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য ধরা হয়েছে ২,৬৭,৫০০ টাকা। গতকাল শনিবার বিকাল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে রংপুর ব্যাটালিয়নের অধীনস্থ বালাপাড়া বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে সীমান্ত পিলার ৮৫০/৮-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বানির ডাংগা নামক স্থানে অবস্থান নিয়ে অভিযান চালায়। এ সময় মাদক কারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। মাদক কারবারিরা এসময় মাদকদ্রব্যের একটি চালান রেখে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে ৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৭৯২ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাদকদ্রব্যগুলো...