ঢাকা: নিজেদের অজান্তেই অনেক সময় কানে পিঁপড়া,অন্য কোনও পোকা বা যে কোনও বস্তুর টুকরো ঢুকে যেতে পারে। বিশেষ করে ঘুমাতে গেলে কখনও কানে পিঁপড়া ঢুকে যেতে পারে। এমন হলে অসহনীয় যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়। কানে কিছু ঢুকলে নানা ধরনের উপসর্গ দেখা দেয়। যেমন- কানের প্রচণ্ড অস্বস্তি হয়, কানে ব্যথা, কানে কম শোনা, কান কটকট করা ইত্যাদি।মুক্তির উপায়মনে রাখবেন, পোকা বা পিঁপড়া দ্রুত বের না করা গেলে তা মাথা বা মস্তিষ্কে ঢুকে যেতে পারে। কানে যে কোনও কিছু ঢুকে গেলে উপযুক্ত চিকিৎসা হলা যত তাড়াতাড়ি সম্ভব এটা বের করে ফেলা। এ জন্য রোগীকে নাক, কান, গলা অর্থাৎ ইএনটি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে।ঘরোয়া উপায়কানে জীবন্ত পোকা বা পিঁপড়ে ঢুকে গেলে তাৎক্ষণিকভাবে আগে অলিভ অয়েল দিতে হবে, যাতে করে এটি...