সময়ের হিসেবে প্রায় এক বছর। গত বছরের অক্টোবরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি ও সহ-সভাপতি পদে নির্বাচন করবেন বলে মনোনয়নপত্র নিয়েছিলেন। কিন্তু শেষপর্যন্ত আর জমা দেননি। অজুহাত দিয়েছিলেন, 'আমি মূলত ক্রিকেট সংগঠক। সামনে ক্রিকেট বোর্ডের নির্বাচন। অন্য ফেডারেশনে থাকলে বোর্ডে থাকলে নির্বাচন করা যাবে না। তাই মনোনয়নপত্র জমা দেইনি।' এবার ক্রিকেট বোর্ডের নির্বাচনে নানা নাটক করে ক্যাটাগরি-১ পরিচালক পদের জন্য মনোনয়নপত্র তুলেছিলেন। জমাও দিয়েছিলেন। তার মনোনয়নপত্র বাতিল হলে আপিল করে তা ফেরতও পেয়েছিলেন। কিন্তু 'স্বচ্ছতার অভাবের' অভিযোগ তুলে শেষপর্যন্ত নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষনা দিয়েছেন ফুয়াদ রেদুয়ান নির্বাচনের এক দিনের কম সময় আগে। দুপুরে মিরপুরে বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ের ‘রাতের ভোট’কেও হার মানিয়েছে এবারের বিসিবি নির্বাচন। তিনি বলেন, ‘রাতের ভোট তো...তবু তো ওরা ব্যালট বাক্স...