বিনোদন ডেস্কঃপর্দায় দৃঢ় চরিত্রে অভিনয়ের জন্য অভিনেত্রী মিহি আহসানকে অনেকেই চিনলেও, বাস্তব জীবনে তার গল্পটা ছিল একেবারেই ভিন্ন। মাত্র ১৮ টাকা কাবিনে বিয়ে, তারপর বিয়ের পরই জানতে পারা—স্বামীর রয়েছে আরেকজন স্ত্রী। সম্প্রতি একটি অনুষ্ঠানে নিজের জীবনের এই তিক্ত অভিজ্ঞতার কথাই অকপটে শেয়ার করেছেন এই অভিনেত্রী। মিহি বলেন, “মানুষ দেখে মনে করে আমি খুব শক্ত, কিন্তু বাস্তবে আমি ভীষণ নরম। নিজেকে শক্ত মনে করলেও ভেতরে আমি দুর্বল। একটু কষ্ট পেলেই কেঁদে ফেলি। আমি চাই না কেউ আমার দুর্বল দিকটা দেখুক, তাই হাসি দিয়েই লুকিয়ে রাখি। হয়তো এজন্যই মানুষ আমাকে ‘সাইলেন্ট স্ট্রং’ বলে—নীরবে শক্তিশালী।” তিনি আরও বলেন, “আমি খুব সংবেদনশীল। আমার মনের ভেতরে অনেক ভাঙন, অনেক দুঃখ, কিন্তু আমি তা প্রকাশ করি না। নিজের ভেতরের শান্তি রাখাটাই আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।” বিয়ের...