জেলা প্রশাসন গত ৩০ জুলাই জেলা সদরের মগবান ইউনিয়নের রইন্যাছড়ি এলাকায় কাপ্তাই হ্রদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ফাহিম উদ্দিন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছিল। পরিবেশবিদরা বলছেন, হ্রদ থেকে অবাধে বালু উত্তোলন করার কারণে হ্রদের দলদেশ আলগা হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত ভাঙছে হ্রদের পার। মৎস্য ও জলজ প্রাণীর প্রজনন ক্ষেত্রগুলো বিনষ্ট হচ্ছে, হ্রদ হারাচ্ছে তার ভারসাম্য। এসব কারণে কাপ্তাই হ্রদ একদিন বিলীন হয়ে যাবে। রাঙামাটির পরিবেশবাদী সংগঠন গ্লোবাল ভিলেজের সেক্রেটারি হেফাজত-উল বারী সবুজ বলেন, দেদারসে কাপ্তাই হ্রদ থেকে বালু উত্তোলন করার কারণে পরিবেশের জন্য, কাপ্তাই হ্রদের জন্য মারাত্মক ক্ষতি হচ্ছে। কাপ্তাই হ্রদের তলদেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে দিনদিন। যে কারণে দ্রুত সময়ের মধ্যে কাপ্তাই হ্রদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ...