রবিবার ঢাকায় সংবাদ সম্মেলনে এসএবিসিসিআইর সভাপতি আশরাফুল হক চৌধুরীসহ শীর্ষ নেতারা মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরবের ব্যবসায়ীদের সঙ্গে প্রথমবারের মতো যৌথভাবে গঠিত হচ্ছে সৌদি আরব–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এসএবিসিসিআই)। এর গ্র্যান্ড লঞ্চিং উপলক্ষে ঢাকায় আগামীকাল সোমবার (৬ অক্টোবর) সৌদি আরব- বাংলাদেশ বিজনেস সামিট শুরু হবে। চলবে ৮ অক্টোবর পর্যন্ত। রাজধানীর হোটেল শেরাটনে এ সামিট হবে। এতে অংশ নেবেন দুই দেশের ব্যবসায়ী, ব্যবসায়িক সংগঠনের নেতা, নীতিনির্ধারক, অর্থনীতিবিদ ও বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা। রবিবার (৫ অক্টোবর) ঢাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন এসএবিসিসিআইর সভাপতি আশরাফুল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের সহ-সভাপতি ও গ্যালাক্সি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ, প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী এবং সিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মেজবাউল আসিফ সিদ্দিকী। আশরাফুল হক চৌধুরী বলেছেন,“সৌদি আরব ও...