তারা বলেন, “এই হত্যাকাণ্ডের দায়ে তাকে ফাঁসি দিতে হবে।” বক্তারা আরও দাবি করেন, ২০২৪ সালের গণআন্দোলনের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারকে দ্রুত শাপলা চত্বর হত্যাকাণ্ডসহ ব্রাহ্মণবাড়িয়ার সহিংস ঘটনার বিচার সম্পন্ন করতে হবে। এছাড়া সাবেক পুলিশ সুপার আনিসুর রহমানসহ সংশ্লিষ্টদের ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে হাজির করে দ্রুত বিচার শেষে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আহ্বান জানান তারা। সমাবেশে বক্তব্য দেন— জেলা হেফাজতে ইসলামের সেক্রেটারি মুফতি আলী আজম কাসেমী, সিনিয়র সহসভাপতি মুফতি বুরহান উদ্দিন...