নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ডার্বিতে ধরাশায়ী হওয়ার পর ঠিক এক সপ্তাহ। এমন সময় রিয়াল মাদ্রিদের দরকার ছিল জয়ের ছোঁয়া, আত্মবিশ্বাস ফেরানোর মতো এক পারফরম্যান্স। শনিবার রাতে সেটাই এনে দিলেন ভিনিসিউস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে। সান্তিয়াগো বার্নাব্যুতে ভিয়ারিয়ালকে ৩-১ গোলে হারিয়ে আবারও লা লিগার শীর্ষে ফিরেছে লস ব্লাঙ্কোসরা। তবে এই জয়ের আনন্দের মাঝেই অস্বস্তির খবর হলো চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে এমবাপ্পেকে।আরো পড়ুন:আলভারেজের হ্যাটট্রিকে অ্যাটলেটিকোর স্বস্তির জয়এমবাপ্পের দুর্দান্ত গোলে এস্পানিওলকে হারিয়ে শীর্ষে রিয়াল এমবাপ্পের দুর্দান্ত গোলে এস্পানিওলকে হারিয়ে শীর্ষে রিয়াল প্রথমার্ধে গোলশূন্য লড়াই চললেও বিরতির পর মাত্র দুই মিনিটেই গতি পায় খেলা। বাঁ দিক থেকে কেটে ঢুকে একক প্রচেষ্টায় গোল করেন ভিনিসিউস জুনিয়র, যার শট সান্তি কোমেসানিয়ার পায়ে লেগে দিক বদলে জালে ঢোকে (১-০)। ৬৯তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয়...