চলতি বছরে ধর্ষণ ও গণধর্ষণের শিকার ৩৯০ জন কন্যাশিশুর মধ্যে ৪৩ জনের বিরুদ্ধে গণধর্ষণ হয়েছে এবং ২৯ জন প্রতিবন্ধী। ধর্ষণের পর ১৫ জন খুন এবং পাঁচজন আত্মহত্যা করেছে। ২০২৪ সালের প্রথম আট মাসে ধর্ষণের শিকার হয়েছিল ২২৪ জন, আর ২০২৩ সালে ছিল ৪৯৩ জন।পারিবারিক সহিংসতা, যৌতুকের জন্য নির্যাতন, স্বামী ও স্বামীর পরিবারের সদস্যদের নির্যাতন, পাশাপাশি পরিবার, শিক্ষক, সহপাঠী ও অন্যদের উপহাসের ফলে চলতি বছরে চার কন্যাশিশু আত্মহত্যা করেছে। গত বছর প্রথম আট মাসে এই সংখ্যা ছিল ১৩৩ জন।২০২৫ সালের আট মাসে ৮৩ জন কন্যাশিশু খুন হয়েছে, যা গত বছরের ৮১ জনের চেয়ে সামান্য বেশি। এর মধ্যে ধর্ষণের পর ১৫ জন, যৌতুকের জন্য ৪ জন, পারিবারিক নির্যাতনে ৩১ জন, পূর্বশত্রুতায় ৯ জন ও প্রেমের সম্পর্কের কারণে ৫ জন খুন হয়েছে। ১৯...