আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সংঘটিত পবিত্র কোরআন অবমাননার ঘটনায় গভীর দুঃখ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।রোববার (০৫ আক্টোবর) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।মাওলানা রাব্বানী বলেন, আমরা লক্ষ করছি যে, দেশের অন্যতম বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রাঙ্গণে প্রকাশ্যে পবিত্র আল-কোরআনুল কারিম অবমাননার এক জঘন্য ঘটনা সংঘটিত হয়েছে। এই ভয়াবহ ঘটনাটি শুধু মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতই করেনি, বরং বাংলাদেশের সাংবিধানিক মূল্যবোধ, সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় বিশ্বাস, সামাজিক সম্প্রীতি ও নৈতিক ভিত্তির ওপরও সরাসরি আঘাত হেনেছে।তিনি বলেন, আমরা বিস্মিত হয়েছি— ঘটনাটি সকাল ৯টায় ঘটার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৩ ঘণ্টা পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিকে নিজেদের হেফাজতে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে দেরি করেছে। এমন উদাসীনতা ও দায়সারা মনোভাব প্রশাসনিক ব্যর্থতার পাশাপাশি ঘটনাটিকে...