নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে কয়লা বোঝাই তিনটি ট্রলার জব্দ করা হয়েছে। রবিবার (৫ অক্টোবর) নৌবাহিনীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রায় ১৬০ টন চোরাই কয়লা জব্দ করা হয়। জব্দকৃত কয়লার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা বলে জানা গেছে। চট্টগ্রাম নৌ অঞ্চলের গণমাধ্যম শাখা জানায়, একটি ইটভাটার ঘাটে অবৈধভাবে আনা কয়লা খালাসের প্রস্তুতি চলছে। এই খবরের ভিক্তিতে তারা এই অভিযান পরিচালনা করেন। দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও উপকূলীয় এলাকায় অপরাধমূলক কার্যক্রম দমনে নৌবাহিনীর নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। জব্দ-কৃত কয়লার মূল্য প্রায় ১৬ লাখ টাকা এবং তিনটি ট্রলারের আনুমানিক মূল্য প্রায় ৮০ লাখ টাকা বলে জানিয়েছেন...