নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদের মধ্যে সম্ভাব্য একীভূত হওয়ার আলোচনা আটকে গেছে নেতৃত্ব ও নাম পরিবর্তনসংক্রান্ত জটিলতায়। কয়েক দফা বৈঠক ও সমঝোতা চেষ্টার পরও এখন দুই দলই কার্যত একীভূত প্রক্রিয়া থেকে সরে এসেছে। দুটি দলই তরুণ নেতৃত্বভিত্তিক এবং সাম্প্রতিক রাজনীতিতে আলোচিত। একীভূত হলে নাম রাখার কথা ছিল ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’, এমনটাই প্রাথমিকভাবে ঠিক হয়েছিল। তবে এখন সেই আলোচনা মুখ থুবড়ে পড়েছে। নাম পরিবর্তন করে নতুন নিবন্ধন নেয়া নির্বাচন সামনে রেখে বাস্তবসম্মত নয় বলে জানিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি বলেন,“আমাদের সামনে নির্বাচন। এখন নতুন নামে নিবন্ধন নেয়া সম্ভব নয়। আগের যে কোনো নামেই থাকতে হবে। এনসিপি নাম পরিবর্তনের বাস্তবতা এই মুহূর্তে নেই।” আরেক যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেন,“তৃণমূল পর্যায়ে দুই দলেরই শক্ত সাংগঠনিক...