নিজস্ব প্রতিবেদক : আগামী বছরের (২০২৬) এসএসসি ও সমমান পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজনে পরিবর্তন এনেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। রোববার (৫ অক্টোবর) আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, বাংলা দ্বিতীয় পত্রের রচনামূলক অংশ থেকে অনুবাদ প্রশ্ন বাতিল করা হয়েছে। পূর্বে অনুবাদের জন্য বরাদ্দ ছিল ১০ নম্বর, যা এখন সংবাদ প্রতিবেদন লেখার জন্য বরাদ্দ করা হয়েছে। ফলে রচনামূলক অংশে এখন অনুচ্ছেদ রচনা, চিঠিপত্র, সারাংশ বা সারমর্ম, ভাব সম্প্রসারণ, সংবাদ প্রতিবেদন এবং প্রবন্ধ—এই ছয়টি বিভাগ থাকবে। আইসিটি বিষয়ের প্রশ্নকাঠামোয় সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বাদ...