ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। রোববার (৫ অক্টোবর) বিকেল ৩টায় নীলফামারীর ডিমলা উপজেলার দেশের সর্ববৃহৎ তিস্তা ব্যারাজ ডালিয়াস্থ বাইশপুকুর পয়েন্টে পানির স্তর রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১৪ মিটার।যা বিপৎসীমার (৫২.১৫) মাত্র এক সেন্টিমিটার নিচে ছিল। যেকোনো সময় বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে তিস্তা ব্যারাজের ৪৪টি স্লুইস গেট খুলে রেখে তিস্তা অববাহিকায় লাল সংকেত জারি করেছে সংশ্লিষ্টরা। এদিকে পানি বাড়ার কারণে নীলফামারীর ডিমলা উপজেলা পূর্বছাতনাই, খগাখগিবাড়ি, গয়াবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশাচাঁপানী, ঝুনাগাছচাঁপানী ইউনিয়নের চরগ্রাম ও নিম্নাঞ্চলে নদীর পানি প্রবেশ করে প্লাবিত হতে পারে। জনপ্রতিনিধিরা জানান, সকাল ৯টা পর্যন্ত তিস্তা নদী ছিল শুকনা। হঠাৎ করে হু-হু করে উজানের ঢল প্রবেশ করতে থাকে। নীলফামারীর ডালিয়াস্থ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সর্তকীকরণ কেন্দ্র...