ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে খোকন মিয়া (৫৫) নামের এক ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ছাত্রদল নেতা মো. নজরুল ইসলামসহ ১৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর কেন্দ্রীয় নির্দেশে মগটুলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে এবং সংগঠনের নেতাকর্মীদের তাকে সামাজিক ও সাংগঠনিকভাবে বর্জনের আহ্বান জানানো হয়েছে। নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন। রাতে খোকন মিয়ার জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন...