আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সংসদ পরিচালনা করতে সদস্য নির্বাচনের জন্য রোববার (৫ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টায় সিরিয়ার অধিকাংশ প্রদেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। নবনির্বাচিত সংসদের মেয়াদ হবে দুই বছর ছয় মাস এবং এ সময়ের মধ্যে দেশটিতে প্রথম সরাসরি জনভিত্তিক সাধারণ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হবে। পিপলস অ্যাসেম্বলি নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী, এই নির্বাচনে মোট ২১০টি সংসদীয় আসন পূরণ করা হবে। এর মধ্যে দুই-তৃতীয়াংশ স্থানীয় সংস্থার মাধ্যমে নির্বাচিত হবে এবং এক-তৃতীয়াংশ সরাসরি প্রেসিডেন্টের আদেশে নিয়োগ করা হবে। আসন বণ্টন নির্ধারিত হয়েছে জনসংখ্যা ও সামাজিক প্রতিনিধিত্বের ভিত্তিতে। নির্বাচনের চূড়ান্ত ফলাফল সোমবার (৬ অক্টোবর) প্রকাশ করা হবে। ১০ দিনব্যাপী নির্বাচনী প্রচারণা শুক্রবার (৩ অক্টোবর) শেষ হয়। এ নির্বাচনে মোট ১,৫৭৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার অনুমোদন পেয়েছে যার মধ্যে...