সিঙ্গাপুরে চিকিৎসা শেষে ঢাকায় ফিরেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ‘আইনশৃঙ্খলা বাহিনীর পিটুনিতে’ আহত নুরুল হক নুর দেশে চিকিৎসা গ্রহণের পর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। চিকিৎসা শেষে রোববার, (০৫ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় তিনি দেশে ফেরেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতারা নূরকে স্বাগত জানান বলে গণমাধ্যমকে জানান দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। গত ২৯ আগস্ট রাতে ঢাকার বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায়’ নুরুল হক নুর ‘গুরুতর’ আহত হন। এই ঘটনায় তার মাথায় আঘাত লাগার পাশাপাশি নাকের হাড় ভেঙে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) স্থানান্তর করা হয়। ঢামেকে তিনি প্রায় ১৮...