গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধ এবং মানবিক ত্রাণ বহনকারী নৌবহরে থাকা কর্মীদের মুক্তির দাবিতে ইউরোপ জুড়ে ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ সমাবেশ চলছে। বিক্ষোভ সমাবেশে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছে। রোমের পুলিশ জানিয়েছে, গত সপ্তাহে গাজা অভিমুখে ৪৫টি নৌকার নৌবহরকে ইসরায়েল বাধা দেওয়ার পর শনিবার ৪ অক্টোবর টানা চতুর্থ দিনের বিক্ষোভে প্রায় আড়াই লক্ষ মানুষ অংশ নিয়েছে। ইতালির রাজধানীতে বিক্ষোভকারীরাদের মধ্যে শিশুসহ বিভিন্ন শ্রেণিপেশার লোক ছিল। যারা স্লোগান দিচ্ছিল: “আমরা সবাই ফিলিস্তিনি,” “ফিলিস্তিন মুক্ত করুন” এবং “গণহত্যা বন্ধ করুন”। অনেকেই ফিলিস্তিনি পতাকা বহন করেছিলেন এবং কালো-সাদা-চেকযুক্ত কেফিয়া পরেছিলেন। পুলিশের তথ্য অনুযায়ী, স্পেনের বার্সেলোনায় প্রায় ৭০ হাজার মানুষ রাস্তায় নেমেছে। অন্যদিকে, মাদ্রিদের সরকার জানিয়েছে, রাজধানীতে প্রায় ৯২ হাজার মানুষ মিছিল করেছে। অন্যদিকে, কয়েক হাজার মানুষ ডাবলিনের কেন্দ্রস্থলে মিছিল করে। আয়োজকরা গাজা হত্যাকাণ্ডকে...