রাত পোহালে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। কিন্তু এর আগেই দেশের শীর্ষস্থানী একটি গণমাধ্যমের খবর, ইতোমধ্যে নির্বাচন হয়ে গেছে। ক্রিকেট পাড়ায় এখন আলোচনা সেটি নিয়ে। এর মধ্যে বর্তমান মেয়াদের শেষ দিনে আজ রোববার (৫ অক্টোবর) বিসিবিতে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। সেখানে কথা বললেন নির্বাচন নিয়ে। এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল তামিম ইকবালের। শেষ পর্যন্ত নির্বাচন থেকেই সরে দাঁড়িয়েছেন তিনি। তার সঙ্গে নির্বাচন বয়কট করেছেন আরও প্রায় ১৭ জন প্রার্থী। বয়কটের নির্বাচনে ক্ষতিগ্রস্ত কারা হলো? ক্রিকেট না সংগঠকরা–এই প্রশ্নের জবাবে বুলবুল বলেন, ‘যে বয়কট করছে বা যে এখানে আসছে না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে যেটা হচ্ছে, আমি তার মধ্যেই থাকতে চাচ্ছি। তার বাইরে আমি কোনো কথা বলব না।’ বিসিবি...