বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার পথে যারা বাধা দেবে, তারাই দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সবচেয়ে বড় শত্রু। রোববার (৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের উদ্যোগে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।সমাবেশে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি জানানো হয়। এ সময় শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশ তখনই বিপন্ন হবে যখন গণতান্ত্রিকভাবে জনগণ অংশগ্রহণকারী সরকার গঠিত হবে না। জনগণ নির্বাচিত সরকারের মধ্য দিয়ে যে সরকার গঠন করবে, তার দায়িত্ববোধ অনির্বাচিত বা অন্তর্বর্তী সরকারের সঙ্গে তুলনীয় নয়। ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় বাধা দেওয়ার ক্ষমতা কারো নেই। তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে এমন একটি সরকার ছিল, যা ১৫ বছর ধরে নির্বাচনের নামে প্রহসন করে ক্ষমতায় টিকে ছিল। সেই সরকারই...