বছরের ছয় থেকে আট মাস পানিবন্দি থাকেন খুলনার ডুমুরিয়া ও ফুলতলার লক্ষাধিক মানুষ। বিলডাকাতিয়া এলাকার খাল দখল ও নদী ভরাটের কারণে অর্ধশতাধিক গ্রামের পানি নামার পথ বন্ধ। পানির নিচে ৩০ হাজার হেক্টর ফসলি জমি। কয়েক দশক ধরে চলা এ দুর্ভোগ নিরসনে দ্রুত সমন্বিত পরিকল্পনা ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে এলাকাবাসী। সরেজমিনে দেখা যায়, খুলনার ডুমুরিয়া উপজেলার বিলডাকাতিয়া এলাকার কৃষ্ণ নগর গ্রামের মাঠ-ঘাট পানিতে তলিয়ে আছে। সড়ক পেরিয়ে বসত বাড়িতেও ঢুকেছে পানি। বছরের ছয় থেকে আট মাস এই এলাকার মানুষ পানিবন্দী থাকে। এলাকার শৈলমারী, ভদ্রা সহ ছয়টি নদী ভরাট হওয়া, মাছ চাষের জন্য খাল ইজারা দিয়ে পানি প্রবাহ বন্ধ এবং স্লুইস গেট অকেজো হওয়ায় এই জলাবদ্ধতা। পানিতে তলিয়ে থাকে দুই উপজেলার অর্ধশতাধিক গ্রামের ৩০ হাজার হেক্টর ফসলি জমি। স্থানীয় এক বাসিন্দা...