দিনাজপুরে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখম করে নিজের গলায় ছুরি চালিয়ে অবশেষে এক যুবক নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। তবে এটি পরিকল্পিত হত্যা না আত্মহত্যা তদন্ত সাপেক্ষে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে। ওই যুবক নিজে আত্মহত্যা করেছে, না তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তা নিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছে। রোববার ৫ অক্টোবর সকাল ১১টায় দিনাজপুরের কাহরোল উপজেলার ১নং ডাবর ইউনিয়নের শংকরপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। কাহারোল উপজেলার ২নং রসুলপুর ইউনিয়নের হাসুয়া গ্রামের কৃষ্ণকান্ত রায়ের (হেপা) ছেলে সুব্রত রায় (৩০) ১নং ডাবর ইউনিয়নের শংকরপুর গ্রামে শ্বশুরবাড়ি গিয়ে পারিবারিক কলহের জেরে প্রথমে স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে কোপায়। তার শাশুড়ি মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও কুপিয়ে সে পার্শ্ববর্তী একটি ধান ক্ষেতে গিয়ে নিজেই গলায়...