আগামী ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। হামজা ও শমিত সোমকে রেখেই চলছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি। সোমবার জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন হামজা চৌধুরী, শমিত সোম আসবেন মঙ্গলবার। আগামী বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৮টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও হংকং। বাছাইপর্বে টিকে থাকার ম্যাচে অনুশীলনের প্রাথমিক ক্যাম্পে ৩০ জন খেলোয়াড়কে ডেকেছেন স্প্যানিশ কোচ হ্যাবিয়েল ক্যাবরেরা। ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী যোগ দেবেন সোমবার এবং কানাডা প্রবাসী শমিত সোম যোগ দেবেন মঙ্গলবার। বাছাইপর্বে দুই দলেরই এটি তৃতীয় ম্যাচ। আগের দুই ম্যাচে দুই রকম ফল এসেছে দুই দলের। দুই ম্যাচের একটিতে ড্র, অন্যটিতে পরাজিত হয়েছে বাংলাদেশ। অপরদিকে দুই ম্যাচের দুটিতেই জয় নিয়ে বাংলাদেশে আসছে হংকং। বাংলাদেশ থেকে ইতিবাচক ফল নিয়ে যেতে পারলে এশিয়া...