জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় বাধা সৃষ্টি করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন ও জনমনে আতঙ্ক সৃষ্টির মামলায় নাসির শেখকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ অক্টোবর) দুপুরে তাকে টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার নাসির শেখ টুঙ্গিপাড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখের ভাই। টুঙ্গিপাড়া থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এনসিপির পদযাত্রায় বাধা সৃষ্টি করতে টুঙ্গিপাড়ায় মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন ও জনমনে আতঙ্ক সৃষ্টির (সন্ত্রাসবিরোধী আইন) মামলায় সংশ্লিষ্টতা থাকায় নাসির শেখকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জাতীয়...