ঢাকা: ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোতে বর্তমানে প্রায় ৩০ লাখ চাকরির সুযোগ রয়েছে। এর মধ্যে শুধুমাত্র ফ্রান্স ও জার্মানিতে প্রায় সাত লাখ করে পদ খালি রয়েছে। তাই স্নাতকোত্তর শেষ করে স্থায়ীভাবে ইউরোপে কাজ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য এই অঞ্চলটি একটি অত্যন্ত সম্ভাবনাময় গন্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে। এই তথ্য দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতভিত্তিক শীর্ষ শিক্ষা ও অভিবাসন পরামর্শ প্রতিষ্ঠান ওয়াই-অ্যাক্সিসের পরিচালক ক্লিন্ট খান।এডুফেয়ার ২০২৫-এ বক্তব্য দিতে গিয়ে ক্লিন্ট খান বলেন, ‘গোটা ইউরোপে সম্প্রসারিত চাকরির বাজার ও পড়াশোনা শেষে অনুকূল ভিসা নীতিমালা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে অত্যন্ত সম্ভাবনার পথ তৈরি করছে।' খানের মতে, ‘ইউরোপ এখন দ্রুতই এমন এক বিকল্প হিসেবে উঠে আসছে, যেখানে একদিকে একাডেমিক (শিক্ষাগত) উৎকর্ষতা রয়েছে, অন্যদিকে পড়াশোনা শেষে কর্মজীবন শুরু করার বাস্তব সুযোগও মেলে। খবর গালফ নিউজ।তিনি...