বিরাট কোহলি ও আনুশকা শর্মার ইতালির তুসকানিতে অনুষ্ঠিত বিয়ে আজও ভক্তদের কাছে রূপকথার মতো। ২০১৭ সালের ১১ ডিসেম্বর, দুই তারকার ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে হয়েছিল সেই আয়োজন। কিন্তু জানেন কি, সেই দিনটি প্রায় ভেস্তে যেতে বসেছিল? ‘দ্য ওয়েডিং ফিল্মার’ নামে পরিচিত বিশাল পাঞ্জাবি, যিনি পুরো বিয়েটির ভিডিও ধারণ করেছিলেন, সম্প্রতি জানিয়েছেন—বিয়ের আগের রাতে তুমুল বৃষ্টিতে সমস্ত আয়োজন ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। শেষ মুহূর্তে ওয়েডিং প্ল্যানার দেবিকা নারায়ণ ও তার টিম সারা রাত না ঘুমিয়ে পুরো অনুষ্ঠানস্থল আবার ঠিক করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশাল বলেন, ‘বিরাট ও আনুশকার বিয়ের দিন প্রবল বৃষ্টি হয়েছিল। শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন করতে হয়। দেবিকা নারায়ণ সারা রাত জেগে মণ্ডপ সরানোর কাজ করেছেন। একটুও ঘুমাননি।’ বৃষ্টির কারণে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বিরাট ও আনুশকা ছিলেন...