চীন সম্প্রতি এমন একটি অত্যাধুনিক ডেটা প্রসেসিং সিস্টেম তৈরির দাবি করেছে যা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে আকাশপথে আসা হুমকি দ্রুত শনাক্ত ও প্রতিরোধ করতে সক্ষম। চীনের একটি গবেষণা দল দাবি করছে, এই প্রযুক্তি একইসঙ্গে হাজারো ক্ষেপণাস্ত্র ট্র্যাক করতে পারে এবং একাধিক ডোমেনের (আকাশ, মহাকাশ, স্থল ও সমুদ্র) সেন্সর ডেটা একত্রিত করে কাজ করে। গবেষকরা জানিয়েছেন, প্রোটোটাইপটি ইতিমধ্যেই পিপলস লিবারেশন আর্মি (PLA)-এর কাছে মোতায়েন করা হয়েছে। এই দাবি এমন এক সময় সামনে এলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর উচ্চাকাঙ্ক্ষী 'গোল্ডেন ডোম' প্রতিরক্ষা উদ্যোগের ঘোষণা দিয়েছেন। চীনের 'বিগ ডেটা প্ল্যাটফর্ম'চীনের নানিং রিসার্চ ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স টেকনোলজি এই প্রকল্পে নেতৃত্ব দিচ্ছে। তাদের তৈরি এই সিস্টেমটির নাম দেওয়া হয়েছে 'ডিস্ট্রিবিউটেড আর্লি ওয়ার্নিং ডিরেকশন বিগ ডেটা প্ল্যাটফর্ম'। গবেষকরা বলছেন, এটি ভবিষ্যতে চীনের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের...