মৌসুমে দারুণ শুরুর পর হুট করে যেন পথ হারিয়ে ফেলেছে লিভারপুল। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে পেয়েছে হারের তেতো স্বাদ। তারপরও অবশ্য দুশ্চিন্তার কিছু দেখছেন না আর্না স্লট। ইংলিশ ক্লাবটির কোচের মতে, যে ম্যাচগুলোয় তারা হেরেছে সেখানে প্রতিপক্ষের সঙ্গে তার দলের ব্যবধান ছিল অতিসামান্য। প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে ২-১ গোলে হেরে যায় লিভারপুল। লিগে আগের ম্যাচে একই ব্যবধানে তারা হেরেছিল ক্রিস্টাল প্যালেসের মাঠে। এই দুই ম্যাচের মাঝে গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের বিপক্ষে তাদের পরাজয়ে ১-০ গোলে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত জয়ের পর কক্ষচ্যুত হয়ে পড়েছে লিভারপুল। ২০২৩ সালের মার্চ-এপ্রিলের পর প্রথমবার টানা তিন পরাজয়ের তেতো অভিজ্ঞতা হলো অ্যানফিল্ডের ক্লাবটির। লিভারপুলের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম পরপর তিন ম্যাচে হারলেন স্লটও। স্টামফোর্ড ব্রিজে শনিবার...