রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের অনেক গভীরে আঘাত হানার জন্য যদি যুক্তরাষ্ট্র ইউক্রেইনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করে তাহলে এটি মস্কোর সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ককে ধ্বংস করে ফেলবে। রয়টার্স লিখেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আলাস্কায় পুতিনের সঙ্গে এক শীর্ষ বৈঠকে মিলিত হওয়ার দুই মাসও হয়নি, দেখা যাচ্ছে শান্তি আরও দূরে চলে গেছে। রাশিয়ার বাহিনী ইউক্রেইনের ভেতরে আরও অগ্রসর হচ্ছে, রাশিয়ার ড্রোনগুলো নেটোর আকাশসীমায় উড়ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে আর এখন ওয়াশিংটন বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশটির গভীরে আঘাত হানার ক্ষেত্রে সরাসরি অংশ নেওয়ার বিষয়ে কথা বলছে। ট্রাম্প বলেছেন, শান্তি তৈরি না করায় তিনি পুতিনকে নিয়ে হতাশ হয়েছেন। এরপর ইউক্রেইনে দমন করতে ব্যর্থ হওয়ার জন্য রাশিয়াকে ‘কাগুজে বাঘ’ বলে অভিহিত করেছেন। গত সপ্তাহে পুতিন এর জবাব দিয়ে বলেছেন, তাহলে ইউক্রেইনে রাশিয়ার...