বিগত সরকারের আমলে তৈরি হওয়া রামপাল পাওয়ার প্ল্যান্ট জনগণের মতামত ছাড়াই বানানো হয়েছে। শুধু তাই নয়, বন মন্ত্রণালয়কে চাপ প্রয়োগ করে বনভূমিও ছাড়তে বাধ্য করা হয়েছিল বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার রাজধানীর গুলশানে হোটেল লেক ক্যাসলে আয়োজিত রিজনাল ইনফ্র্যাসট্রাকচার মনিটরিং অ্যালাইয়েন্স কনফারেন্সে পরিবেশ উপদেষ্টা এ কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান জানান, গত এক দশকে ঋণ, মুদ্রাস্ফীতি এবং ভুল বিনিয়োগ জনগণের কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছিল, যা কখনোই শোধরানো হয়নি। এমনকি জনগণের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই বিদেশি বিনিয়োগ আসায় দেশের নিরাপত্তা, পরিবেশ, বন সবকিছুই অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এসময় পরিবেশ উপদেষ্টা প্রশ্ন তোলেন, এটাই কি গণতন্ত্র? আমরা কি ‘না’ বলার অধিকার হারিয়ে ফেলেছি?’ পরিবেশ উপদেষ্টা জোর দিয়ে বলেন, আমরা বিদ্যুৎ...