অনলাইনে কেনাকাটার প্রবৃদ্ধি ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার বাড়ার কারণে ফেসবুক পেজ চালানো এখন ব্যবসা ও প্রচারের গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে পেজে দর্শক সংখ্যা ও এনগেজমেন্ট বাড়ানো অনেকের জন্য চ্যালেঞ্জ। সঠিক পরিকল্পনা ও কৌশল প্রয়োগ করলে অল্প সময়ে আপনার পেজ জনপ্রিয়তা অর্জন করতে পারে। জেনে নিন সেই ৮ কার্যকর কৌশল: ১. মানসম্পন্ন ও প্রাসঙ্গিক কনটেন্ট প্রকাশ করুনপেজের দর্শক আকৃষ্ট করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানসম্পন্ন ও প্রাসঙ্গিক কনটেন্ট। দর্শকের আগ্রহ ও চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কনটেন্ট প্রকাশ করলে এনগেজমেন্ট বাড়ে। অপ্রাসঙ্গিক বা নিম্নমানের কনটেন্টের কারণে দর্শক কমে যেতে পারে। ২. পেজ প্রোফাইল সঠিকভাবে সাজানপেজের ‘অ্যাবাউট’ বা তথ্য অংশ দর্শকের প্রথম নজর কাড়ে। এখানে এমন তথ্য দিন, যা আপনার ব্র্যান্ডকে পরিষ্কারভাবে তুলে ধরে এবং দর্শকের কৌতূহল জাগায়। সঠিক তথ্য দিলে দর্শকের আস্থা ও পেজের...