বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আগামীকাল (সোমবার) অনুষ্ঠিত হবে। এ নির্বাচন নিয়ে মাসখানেক ধরে অনেক জলঘোলা হয়েছে। নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ঢাকার বেশিরভাগ ক্লাবের কাউন্সিলররা। এর মধ্যে আছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও। অথচ তার বিসিবি সভাপতি পদেও প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। নির্বাচনের ঠিক আগেরদিন আজ (রোববার) বিসিবিতে হাজির হন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এ সময় তিনি বলেন, নির্বাচন যারা বয়কট করেছেন এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘যারা এখানে আসছে না বা বয়কট করেছে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করতে যাচ্ছি। এর বাইরে কোনো কথা বলব না।’ বিসিবি নির্বাচনে বুলবুলকে ক্রীড়া উপদেষ্টা বাড়তি সহযোগিতা করছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে বুলবুল বলেন, ‘আমার ঠিক...