বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন, হাইকমিশন ও দূতাবাসগুলোতে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপনের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রবিবার (৫ অক্টোবর) ডাকযোগে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। নোটিশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়- পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে রাষ্ট্রপতির ছবি প্রদর্শন না করার নির্দেশ দিয়েছে। এতে দেশজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে, কারণ রাষ্ট্রপতির ছবি প্রদর্শন দীর্ঘদিনের রাষ্ট্রীয় প্রোটোকলের অংশ। আইনজীবী মাহমুদুল হাসান নোটিশে বলেন, সংবিধানের ৪৮(২) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান এবং তাঁর পদমর্যাদা অগ্রাধিকারপ্রাপ্ত। সেই হিসেবে রাষ্ট্রপতির ছবি অপসারণের সিদ্ধান্ত সংবিধান ও প্রোটোকলবিরোধী এবং রাষ্ট্রপ্রধানের প্রতি অসম্মানজনক। নোটিশে আরও বলা হয়, বিদেশে অবস্থিত সব...