রবিবার (৫ অক্টোবর) ভোরে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ওই দম্পতিকে গ্রেফতার করা হয় বলে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান। গ্রেফতাররা হলেন- একই এলাকায় বসবাসকারী মাবুদ কামালের ছেলে মোহাম্মদ আইয়ুব (৩৭) ও তার স্ত্রী রাবেয়া (৩৫)। তারা টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর শরণার্থী ক্যাম্পের এ-ব্লকের নথিভুক্ত বাসিন্দা। লে. কর্নেল আশিকুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে অভিযান শুরু হয়। তল্লাশির সময় বিশেষ প্রশিক্ষিত কুকুরের (ডগ স্কোয়াড) সহায়তায় রাজমিস্ত্রি পরিচয়ের আড়ালে থাকা এই দম্পতির ভাড়া বাসার ভেতর লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আইয়ুব মূলত জাদিমোড়া এফডিএমএন ক্যাম্পের সদস্য হলেও দীর্ঘদিন ধরে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাস...